ইসলামিক সংগীত

নগণ্য কিছু লেখা

আমার কিছু মনের কথা

1

মায়ের আঁচল

10 জুলাই, 2023

মাগো, তোমার কথা ভেবে,

আমার চোখে আসে পানি।

2

কাফনের হাসি

12 জুলাই, 2023

মায়ায় ঘেরা পৃথিবীটা, ছাইরা যাবো আমি

পাসে বোসে কাঁদবে মানুষ,কেউবা দিবে পানি।

3

বিশ্ব নবি

2023

আরবের আধারে দিয়েছো আলোর ঠিকানা,

কোরআন দিয়ে পাঠালো ধরায় মালিক রব্বানা

4

ইমানের ডাক

2023

বাংলার মাটি আমার গাটি করবোই আমি জয়,

আল্লাহ মোর সহায় আছেন তাই করি না ভয়।

5

প্রার্থনা

2023

মালিক তুমি একটু শোন , প্রার্থনা বান্দার

পাপ করেছি ক্ষমা করো করবো নাতো আর

6

বিজয় আসবেই

2023

তুমি কেদনা কেদনা তুমি কেদনা

এবার আসবে বিজয় আসবেই

7

জাগো হে তরুন

2023

বিশ্বের যত ভিড় জনতা জাগো রে তরুণ,জাগো রে আজ,

নাস্তিকদের প্রতিহত করে কুরআনের আইন করো রাজ।

8

পাপের ছোঁয়া

2023

আঁধারে, আলোতে, জানা, অজানাতে

কত পাপের ছোঁয়া।

9

ফিলিস্তিনের কান্না

6 নভেম্বর, 2023

ওই বিশ্বের মুসলিম চক্ষু খোল

আঁখি মেলে দেখ কান্না ।

10

মুক্তি

17 মে, 2024

সংগ্রাম কোরে যারা বাঁচতে শেখে

ওদেরতো নেই কোন হাহাকার

11

ট্রান্সজেন্ডারের ভাইরাস

31 জুন, 2023

অসুস্থ এই বাংলাদেশে কত কিছু হইবো শেষে

মানুষ এখন পশুর মতো চিন্তা করে ভাই

12

মাহফিল

1 মার্চ, 2024

এসো সেথা সবে মিলে মাহফিলে যাই

আদর্শ যুবক আজ হাতছানি দেয়

13

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ

2024

ভোরের বাতাশে ক্ষোদা মোন ভোরে যায়

রাতের আধারে তারা প্রান জুরিয়ে দেয়

14

দুনিয়াটা রসাতলে তোমার তো হুস নাই

2023

মসজিদের ঐ বারান্দাতে

তাসবি পড় ভাই

15

নিশেতে অশ্রু ঝরাও

2023

যদি আল্লাহকে পেতে চাও

তবে নিশেতে অশ্রু ঝরাও