
আমার যে ভাবে লেখালেখির সূচনা
আমি যখন ইনস্টিটিউটে ক্লাস করতে যেতাম, তখন আমার ভেতর থেকে প্রকৃতি নিয়ে এক গভীর অনুভূতি জেগে উঠত। সেই অনুভূতিগুলো আমি ছন্দে রূপ দিতে শুরু করি, আর সেখান থেকেই গান লেখার পথচলা শুরু।
এর আগে কখনো ইসলামিক গান লেখার সাহস করিনি। কিন্তু যখন রাস্তায় হাঁটতাম, প্রভুর সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে অন্তরের ভেতর থেকে গানের ছন্দ নিজে থেকেই চলে আসত। ছোটবেলা থেকেই ইসলামিক গান আমার ভীষণ প্রিয়। বিভিন্ন অনুষ্ঠানে আমি ইসলামিক গান পরিবেশন করতাম, আর এই গানের প্রতি ভালোবাসা আমার ভেতরে আরও গভীর হতো।
আমি চেষ্টা করি প্রতিটি গানে মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিতে। আমি কতটুকু পারি জানি না, তবে চেষ্টা করি সর্বোচ্চটা দিতে। এখন আল্লাহর অশেষ রহমতে আমি মোটামুটি নিয়মিত গান লিখতে পারি। কখনো একদিনেই একটি বা দুটি গানও লেখা হয়ে যায়। এই সুযোগ দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ।
প্রতিটি গান লেখার পর আমার মনে এক অদ্ভুত শান্তি ও রবের প্রতি ভালোবাসা জন্ম নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রতি এই ভালোবাসার চেয়ে দুনিয়ায় আর কী চাইতে পারি? আলহামদুলিল্লাহ।
সবার জন্য আমার দোয়া—আল্লাহ সবাইকে সুস্থ ও ভালো রাখুন। জাযাকাল্লাহু খাইরান।