গান লেখার ছবি

আমার প্রথম গান লেখার অভিজ্ঞতা এবং কীভাবে এটি শুরু করেছিলাম সে সম্পর্কে বিস্তারিত।

আমার প্রথম গানের সৃজনযাত্রা

প্রাকৃতিক সৌন্দর্য আর আল্লাহর সৃষ্টির অপরূপ রূপ আমাকে গভীরভাবে নাড়া দিত। ইনস্টিটিউটে যাতায়াতের পথে মাঠ-নদী-আকাশের মাঝে যে সুর লুকিয়ে থাকত, তা ধীরে ধীরে আমার মনে ছন্দের জন্ম দিত। একদিন হঠাৎই আবিষ্কার করলাম—এই ছন্দগুলো যখন কলমে আঁকি, তখন তা গানে রূপ নেয়!

ইসলামিক গানের প্রতি আকর্ষণ

ছোটবেলা থেকেই ইসলামিক গানের মূর্ছনা আমার হৃদয় স্পর্শ করত। তবে নিজে গান লিখব—এ সাহস কখনোই করিনি। রাস্তায় হাঁটার সময় প্রভুর সৃষ্টি নিয়ে চিন্তা করতে গিয়ে প্রথমবারের মতো গানের লাইন মাথায় এলো:

"মাগো তোমার কথা ভেবে আমার চোখে আসে পানি..."

এটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত—যেন আল্লাহ নিজেই আমার কলমে শব্দ প্রবাহিত করছিলেন।

প্রথম গান রচনার মুহূর্ত

সেই দিনটি আমার স্মৃতিতে অম্লান—১০ জুলাই ২০২৩, রাত ১২টা। বিছানায় শুয়ে মায়ের জন্য ব্যাকুলতা অনুভব করছিলাম। হঠাৎ চোখে পানি জমে গেল, আর কলমটি যেন আপনাআপনি লিখতে শুরু করল। কোনো সংশোধন ছাড়াই পুরো গানটি এক বসায় শেষ হয়ে গেল, মনে হচ্ছিল, যেন এটি আমার হৃদয় থেকেই উৎসারিত হয়েছে।

সময় রাত 12.00
তারিখ 10.07.2023

গান লেখার প্রক্রিয়া

প্রথমে আমার মধ্যে যে আবেগ জমা হয়, তা ছন্দে ফুটে ওঠে (যেমন: "দিন রজনি কেদে কেদে")। পরে সুরারোপ করি। ইসলামিক গানের ক্ষেত্রে আমি বিশেষভাবে খেয়াল রাখি—

  • যেন বানান ও অর্থ শুদ্ধ থাকে
  • সহজ ভাষায় হৃদয়স্পর্শী বার্তা যায়
  • আল্লাহর প্রতি ভালোবাসা ফুটে ওঠে

মাগো তোমার কথা ভেবে

মাগো তোমার কথা ভেবে আমার চোখে আসে পানি,

দিন রজনি কেদে কেদে, দিন রজনি কেদে কেদে

ঘুমায় আমার মনি ...

কোথায় চোলে গেলি মাগে কোথায় চোলে গেলি.........

ছোট্র বেলায় আচল দইরা ঘুরতাম কতো নাও

পইরা গেলে দইরা নিতা ,,ঝরাইয়া হাত পাও

এখন আমায় দেউ ধরেনা ,, এখন আমায় কেউ ধরেনা

সকলে দেয় ছাড়ি.....ঐ

কোথায় চোলি গেলি মাগো কোথায় চোলে গেলি

কেউ আমায় গালি দিলে , দিতা তারে জারি

কেউ আমারে দুঃখ দিলে,, মলিন বধোন খানি তোমার ,,

এখোন আমায় কষ্ট দিলে ... এখন আমায় কষ্ট দিলে

কার মুখ হবে কালি...ঐ

কোথায় চোলি গেলি মাগো কোথায় চোলে গেলি

মাগে তোমার মতো নেয়না কেহ মোন পিনজিারায় টানি

না খেলে কেউ ডাকেনা মা ,আয়রে সোনা মনি

ঘুমাই গেলা জনমের ঘুম ,ঘুমাই গেলা জনমের ঘুম

উঠলা না আর তুমি..ঐ

কোথায় চোলি গেলি মাগো কোথায় চোলে গেলি

ছাইড়া গেলা কোন ঠিকানায় , ফিরা আইলা না

তোময় ছাড়া একলা রাতে ঘুমতো আসেনা..

মাথায় আমার হাত বুলাইয়া ,, মাথায় আমার হাত বুলাইয়া

ঘুমকে পরায় সুনি ,,,ঐ

কোথায় চোলি গেলি মাগো কোথায় চোলে গেলি

একলা একা কওইরা গেলা ,, সঙ্গে নিলা না

পথের দারে ঘূইরা বেরাই নাই তো ঠিকানা

মনে মনে সুধু ভাবি , মনে মনে সুধু ভাবি

দিবো কবে পারি ,,,ঐ

কোথায় গেলা ছারি , আমায় কোথায় গেলা ছারি

তোমায় মোনে করি ,, মাগো তোমায় মোনে করি

বর্তমান অবস্থা

আলহামদুলিল্লাহ, এখন বিভিন্ন বিষয়ে গান লিখতে পারি। তবে প্রতিটি গানেই আমি চেষ্টা করি মানবিক আবেগ ও রবের প্রতি ভালোবাসার সমন্বয় ঘটাতে। গান লেখার পর যে প্রশান্তি আসে, তা পৃথিবীর কোনো সম্পদে মেলে না।

পরামর্শ

যারা শুরু করতে চান তাদের জন্য বলব—প্রকৃতির মাঝে গভীরভাবে তাকান, নিজের আবেগকে বিশ্বাস করুন। আল্লাহ তায়ালা আপনাকে সৃজনশীলতার সুযোগ দেবেন ইনশাআল্লাহ।